



#সুমন রায়, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট কান্ডে এবার এনআইএ তদন্তের নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর দাড়িভিট স্কুলে উর্দু নয়, বাংলা বিষয়ক শিক্ষক চাই এই দাবিতে বিক্ষোভ ও আন্দোলন চলে। তারই মাঝে দাড়িভিট স্কুলের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে বলে অভিযোগ।আর সেই গুলিতে মৃত্যু হয় তাপস বর্মন ও রাজেশ সরকার নামে দুই যুবকের। আর এই ঘটনার প্রায় সাড়ে চার বছর পর এনআইএ তদন্তের নির্দেশ দিলো হাইকোর্ট।
বিচারক রাজা শেখর মান্থা এনআইএ তদন্তের নির্দেশ দেন আজ। হাইকোর্টের এই নির্দেশের পর ছেলের মৃত্যুর সঠিক তদন্ত হবে বলে আশা প্রকাশ করেছেন তাপস বর্মনের মা মঞ্জু বর্মন। হাইকোর্টের এই নির্দেশের পর কান্নায় ভেঙে পড়েন তাপসের মা। ছেলের ছবি হাতে নিয়ে অঝরে কেঁদে চলেন তিনি। এনআইএ সঠিক তদন্ত করবে বলে আশা তাঁর।
অন্যদিকে এনআইএ তদন্তের নির্দেশের ফলে স্বভাবতই খুশি রাজেশের বাবা নীলকমল সরকার। সিআইডি সঠিক তদন্ত করেনি পাশাপশি রাজ্য সরকারও কোনো সাহায্য করেনি বলে অভিযোগ করেন নীলকমল সরকার। তবে এনআইএ তদন্তে সঠিক বিচার পাওয়া যাবে বলে জানান তিনি।
দাড়িভিট কান্ডে এনআইএ তদন্তের ফলে খুশির হাওয়া বিজেপিতেও। এদিন বিজেপি জেলা পার্টি অফিসে মিষ্টি মুখ করা হয়। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী লাড্ডু খাওয়ান বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ বিজেপি কর্মকর্তাদের। এই রায় নিয়ে দেবশ্রী চৌধুরী বলেন, এনআইএ তদন্তের ফলে সঠিক বিচার পাবে রাজেশ ও তাপস। হাইকোর্টের এই নির্দেশের পর তিনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিজেপি রাজেশ ও তাপসের পরিবারের পাশে প্রথম দিন থেকে ছিলো বলে জানান তিনি।
