



#নিউজ ডেস্কঃ আজ বুধবার থেকে আরও ২/৩ দিন দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদা জেলার বিভিন্ন অংশে গরম হাওয়া ‘লু’ বইবে। এমনই পূর্বাভাস দিল উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীন মৌশম সেবা কেন্দ্রের আবহাওয়া দপ্তর। এদিন এক বার্তায় তারা জানান, আগামী ২-৩ দিন গরম এবং শুষ্ক গ্রীষ্ম প্রত্যাশিত। পাশাপাশি লু বইবে।
এছাড়াও বলা হয়েছে, আগামী ১৩ই মে পর্যন্ত পরিস্কার আকাশ, ১৪ই মে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। এই সময়কালে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে আগামী ১০ থেকে ১৪ মে বৃষ্টির সম্ভাবনা নেই। এই সময়কালে চাষীভাইদের কৃষি দপ্তরের পরামর্শ মেনে চলতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
