News Britant

জমি দখল ঘিরে দুই পক্ষের সংঘর্ষে জখম ৭

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: বুধবার সকাল থেকে জমি দখল কে ঘিরে চলে দুই পক্ষের মধ্য মারামারি। বাশ, লাঠি দিয়ে চলে বেধরক পরস্পর  মারধর।  আর এতেই সব মিলিয়ে ৭ জন আহত হয়। আহতরা মাল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। আহতদের মধ্যে তিন জন মহিলা রয়েছে। খবর পাওয়া মাত্র ঘটনা স্থলে পৌঁছায়  মালবাজার থানার বিশাল পুলিশ বাহিনী।
ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবুজোত এলাকায়। বাবুজোত এলাকার বাসিন্দা আজিযার রহমান, আনারুল ইসলাম দের বক্তব্য, দীর্ঘদিন ধরে আমরা বাবুজোত এলাকায় বসবাস করে আছি। বাড়ির আশেপাশের জমিতে চাষবাস করে খাই। কিন্তু কিছুদিন যাবত দেখা যাচ্ছে এলাকার কিছু যুবক শিরিং লিম্বু, বিজয়  রায়সহ কয়েকজন এসে বলছে এই জায়গা তাদের।
ইতি মধ্যে আমাদের বেশ কিছু গাছ কেটে সিমেন্টের পিলার বসিয়ে দিয়েছে তারা। বুধবার সকালে হঠাৎ শিরিং লিম্বু  বিজয় রায় কিছু ছেলেদের নিয়ে এসে আমাদের জমিতে বিকাশ পরিষদের ঝান্ডা লাগিয়ে দেয়। আমাদের মহিলারা প্রতিবাদ করতে গেলে, লাঠি, বাশ দিয়ে মারধোর করে তারা। তিন জন মহিলাসহ ৬ জন আহত হয়েছে।
অন্যদিকে জানা গেছে যার বিরুদ্ধে অভিযোগ, সেই বিজয় রায়ও  আহত হয়ে মালবাজার হাসপাতালে ভর্তি। বাকি  অভিযুক্তদের খোজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট।

Leave a Comment

Also Read