



#নিউজ বৃত্তান্ত: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের।তিন সদস্যের সিট গঠন করলো হাইকোর্ট।পঙ্কজ দত্ত,উপেন বিশ্বাস এবং দয়মন্তী সেনের নেতৃত্বে হবে তদন্ত।নজরদারি করবে কলকাতা হাইকোর্ট।প্রয়োজনে এই তিন সদস্য পুনরায় ওই নাবালিকার ময়নাতদন্ত করতে পারবে বলে নির্দেশ হাইকোর্টের।
