News Britant

ব্লক তৃণমূল সভাপতিকে প্রানে মারার হুমকি কাঠ ব্যবসায়ীর

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: তৃণমূল কংগ্রেসের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডাকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক কাঠ ব্যবসায়ীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মেটেলি থানায় অভিযোগ দায়ের করেছেন জোসেফ মুন্ডা। আজ চালসায় এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান জোসেফ বাবু।
এদিন জোসেফ বাবু জানান, ৪মে ঝড়ে চালসা মেটেলি রাজ্য সড়কে বহু বড় গাছ উপরে পড়ে যায়। মোহু মোহাম্মদ নামে ওই কাঠ ব্যবসায়ী বনদপ্তরের অনুমতি ছাড়াই গাছগুলিকে লোক লাগিয়ে কাটছিল। এই নিয়ে আমি ওই কাঠ ব্যবসায়ীকে কাঠ নিয়ে যেতে মানা করি। আর এর জেরেই এই ওই কাঠ ব্যবসায়ী ফোন করে আমাকে প্রাণে মারার হুমকি দেয়। ফোনের রেকর্ডিং ও আমার কাছে আছে।
ওই কাঠ ব্যবসায়ীর বিরুদ্ধে আমি মেটেলি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছি। মঙ্গলবার ওই কাঠ ব্যবসায়ীকে পাশে বসিয়ে বিজেপির বিধায়ক সহ নেতারা সাংবাদিক বৈঠক করেন। এর থেকেই বোঝা যায় যে বিজেপি এই সমস্ত কাঠ মাফিয়াদের নিয়ে দল করছে বি জে পি। একই কথা বলেন তৃণমূলের যুবনেতা বাবু হাসানও।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুন্ডা, রেজাউল বাকী, মুন্না খান, নিতিন রায়, বাপন রায়, শেলী বেগম সহ অন্যান্যরা। এ বিষয়ে বিজেপির নাগরাকাটা বিধানসভার কো কনভেনার দীপঙ্কর ধর বলেন, মোহাম্মদ মোহু যেহেতু বিজেপির সাথে যুক্ত তাই তাকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল।

Leave a Comment

Also Read