News Britant

বিজেপি কর্মীর নাম জেলা তৃণমূল মহিলা কমিটিতে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জ: আবারও বিতর্ক সৃষ্টি হল তৃণমূল কমিটি ঘিরে। ইতিমধ্যে ঘোষণা হয়েছে জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি। সেই জেলা কমিটিতে সম্পাদক হিসেবে রাখা হয়েছে বকুল দাসকে। সূত্র মারফত জানা যায়, বকুল দাস বিজেপি কর্মী অথচ তার নাম রয়েছে তৃণমূল মহিলা কমিটিতে! ওনার সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় তিনি বিজেপি সমর্থক।

সত্যতা যাচাই করতে কমিটি লিস্টে দেওয়া ফোন নং এ বকুল দাস এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট জানান আমি বিজেপি করি এবং তৃণমূল কংগ্রেস আমাকে না জানিয়েই আমার নাম কমিটি তে রেখেছেন। যদিও এই বিষয়ে জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির সভাপতি চৈতালি ঘোষ সাহা বলেন, বকুল দাস আগে বিজেপি করতেন, সেখান থেকে তিনি তৃণমূলে যোগ দেন এবং সক্রিয় কর্মী ছিলেন।

যার ফল স্বরূপ ওনাকে জানিয়েই ওনার নাম জেলা কমিটিতে রাখা হয়। বর্তমানে তিনি বিজেপি তে আবারও যোগ দিয়েছেন। খুব শীঘ্রই রেজোলিউশন করে তাকে কমিটি থেকে বাদ দেওয়া হবে।

Leave a Comment