



#রায়গঞ্জ: এ যেন অস্বাস্থ্যকর পরিবেশের স্বাস্থ্য কেন্দ্র। হ্যাঁ ঠিক এই ঘটনাই দেখা গেল রায়গঞ্জ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষ কলোনী এলাকায়। স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ব্যানার লাগানো এই ঘরে আজ চলছিল এলাকার শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবির। টিকাকরণের মতো গুরুত্বপূর্ণ কাজও এখান থেকেই সম্পন্ন হয় বলে জানা যায়।
দরজা জানালা হীন, উপযুক্ত পরিকাঠামোহীন এই ঘরে সময় অসময়ে নেশার আসর বসে বলেও অভিযোগ। ওয়ার্ড কো অর্ডিনেটর তপন দাস জানালেন, অস্থায়ীভাবে টিকাকরণের কাজ চললেও আগামীতে স্থায়ী এবং উপযুক্ত পরিকাঠামো সহ স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে এখানে। স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক মহিলা কর্মী জানান, মূল স্বাস্থ্য কেন্দ্রটিতে কাজ চলছে বলে এখানেই স্বাস্থ্যপরীক্ষা ও টীকাকরন করা হচ্ছে।
