News Britant

শহরের মধ্যেই নিশ্চিন্ত মাদক সেবনের জায়গা করে নিয়েছে অনেকেই

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: বর্তমান সমাজ ব্যবস্থায় মাদক সেবন এক ভয়ঙ্কর ব্যধির মত ছড়িয়ে পরছে যুব সমাজের অভ্যন্তরে। নেশা গ্রাস করে ফেলছে যুব দের ভবিষ্যৎকে। ফলে উদ্বিগ্ন সমাজ সচেতকরা। এমনই এক চিত্র উঠে এল ইসলামপুর শহরের নিউটাউনপাড়া এলাকা থেকে। ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে ইসলামপুর পৌরসভা ভবন। তার নাকের ডগায় পূর্ত দফতরের পরিত্যক্ত আবাসন গুলিতে দিনে রাতে বসছে নেশার আসর।
সকাল সন্ধ্যা সেখানে বাড়ছে বহিরাগতদের আনাগোনা। সমাজবিরোধীরা বসে মাদক সেবন করছে এই স্থানেই বসে। ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। কথায় আছে, “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ”৷ আর এভাবেই এই পরিস্থিতিতে এলাকার ছোটো ছোটো ছেলেরাও সেই আসরের দিকে পা বাড়াচ্ছে। এই পরিত্যক্ত আবাসনের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে নেশা সেবনকারি নানান সরঞ্জাম।
ইঞ্জেকশান থেকে নানান ওষুধের বোতলের ছড়াছড়ি। এর জেরে ধ্বংসের মুখে যুব সমাজ। সঞ্জয় দত্ত নামের এক ব্যক্তি বলেন, দিনকে দিন এই ব্যধি ছড়িয়ে পড়ছে। বসছে তাস ও জুয়াড় আসরও। এই পরিস্থিতি স্বাভাবিক করতে পরিত্যক্ত আবাসনগুলিকে সংস্কার করে সক্রিয় করবার দাবী জানিয়েছেন তিনি। অন্যদিকে এ বিষয়ে পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল।

Leave a Comment

Also Read