News Britant

একাধিক দাবীতে পথে নামল রাজ্য সরকারি কর্মচারীদের ইসলামপুর মহকুমা সংগঠন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: একাধিক দাবীতে পথে নামল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজ এর ইসলামপুর মহকুমা সংগঠন। এদিন সংগঠনের কর্মকর্তারা একত্রিত হয়ে মহকুমা শাসকের দফতরে জমায়েত হন। তারা তাদের দাবীদাওয়া সংবলিত একটি স্মারকলিপি তুলে দেন মহকুমাশাসকের হাতে।
তাদের দাবীগুলি হলঃ  আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিরপেক্ষ ভাবে পরিচালনা করা এবং ভোট কর্মীদের সুরক্ষা প্রদান, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন সেলে আলোচনা সাপেক্ষে এই সংগঠনের সদস্যদের নিযুক্তিকরন, নির্বাচনের কাযে যুক্ত কর্মীদের যথা সময়ে পারিশ্রমিক প্রদান।
প্রতিটি বুথ ও কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির স্তরে শূন্য পদ পূরন, সমস্ত সরকারি কর্মীদের সার্ভিস কনফারমেশন এবং সার্ভিস বুক আপডেটের ব্যবস্থাকরন। এ সহ মোট ১০ দফা দাবী তুলে ধরেন তারা।

Leave a Comment