News Britant

নার্স দিবস উপলক্ষে নার্সদের অভ্যর্থনা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার নার্স দিবস হিসাবে পালন করা হয়।  সে উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নার্সরা এ দিনটিকে নার্স দিবস হিসেবে পালন করছেন। পিছিয়ে নেই রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্সরাও।  এই বিশেষ দিনটিকে ঘিরে তারা আনন্দে মেতে ওঠেন। এই বিশেষ দিনটিকে সামনে রেখেএকদিকে চলছে রক্তদান শিবির আবার অন্যদিকে একে অপরকে মিষ্টিমুখ করে এই আনন্দ ভাগাভাগি করেন তারা।
 এছাড়াও এই বিশেষ দিনে রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আলো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বেশ কয়েকজন নার্সকে সংবর্ধনা দেওয়া হয়। সংস্থ্যার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য সাব্বির আলম, গুড্ডু খান ওয়াহিদ আলম, আজাদ আলম, রাহুল রব্বানীরা মিলে নার্স  অলিভিয়া আফরোজ ও শিবানী দাসকে সংবর্ধনা দেন এদিন।

Leave a Comment