News Britant

প্রবীণ সঙ্গীত শিল্পীর অস্বাভাবিক মৃত্যুতে শোকস্তব্ধ সংস্কৃতি মহল

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: মালবাজার শহরের অত্যন্ত পরিচিত প্রবীন সঙ্গীত শিল্পীর অস্বাভাবিক মৃত্যুতে শোকস্তব্ধ শহরের সংস্কৃতি মহল। মৃত সঙ্গীত শিল্পীর নাম চন্দ্রনাথ ভট্টাচার্য। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৩ বৎসর। মৃত্যু কালে তিনি স্ত্রী দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন। রেখে গেছেন অসংখ্য ছাত্রছাত্রী ও গুনোমুগ্ধ। তিনি মাল পৌরসভা পুরোহিত সমাজের সম্পাদক ছিলেন।
জানাগেছে, বৃহস্পতিবার রাতে ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলোনির তার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এরপর শহরের সংস্কৃতি মহল ও পুরোহিত সমাজের মানুষ জন হাসপাতালে ভীড় করে। শুক্রবার মাল থানার পুলিশ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রয়াত ভট্টাচার্য দীর্ঘ চার দশক ধরে মালবাজার শহর ও আশেপাশের এলাকায় সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন। নজরুলগীতির শিল্পী উত্তর বঙ্গের বিভিন্ন স্থানে তার পরিচিতি ছিল।
যৌবনে একাধিক সরকারি ও বেসরকারি সন্মানে ভুষিত হয়েছেন। দীর্ঘদিন ধরে রামধনু সঙ্গীত মহাবিদ্যালয়ের সঙ্গে মাল সাংস্কৃতিক সংস্থার অন্যতম পুরোধা ছিলেন। শহর ও আশেপাশের যেকোনো সংস্কৃতির মঞ্চে তাকে দেখা যেত। বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। শরীর ভালো নয় বলে একাই বাড়িতে ছিলেন। স্ত্রী ও কন্যা অনুষ্ঠানে যাওয়ার পর এই অস্বাভাবিক ঘটনা ঘটে বলে জানাগেছে।
শহরের অন্যতম প্রবীণ সঙ্গীত শিল্পী শম্ভুনাথ দত্ত বলেন, শহরের সঙ্গীত জগতের অপুরনিয় ক্ষতি হলো। প্রয়াত ভট্টাচার্য সঙ্গীত জগতের পাশাপাশি একজন সুপরিচিত পুরোহিত ছিলেন। তার বাড়িতেই বুড়াকালি যোগাশ্রম নামের মন্দির প্রতিষ্ঠিত রয়েছে। পুরোহিত সমাজের সম্পাদক ছিলেন। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা যেত। আর এক পুরোহিত কৃষ্ণকমল চক্রবর্তী জানান, আমরা এক প্রকার অভিভাবক হীন হয়ে পড়লাম।
শুক্রবার বিকালে ময়নাতদন্তের পর তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরে মালের বৈদ্যুতিক চুহ্লিতে তার অন্তিম সৎকার হয়। শহরের অত্যন্ত পরিচিত একজন মানুষের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অনেকেই বিশ্মিত হয়েছেন। পরিবার সুত্রে সেরকম জানা না গেলেও তার পরিচিত মহলের থেকে জানাগেছে, ইদানীং তিনি বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

Leave a Comment