News Britant

করনদীঘিতে বিশ্ব নার্সিং দিবস পালন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কল্যান ব্যানার্জী, করনদীঘি: শুক্রবার করনদীঘি গ্রামীন হাসপাতালে পালিত হল বিশ্ব নার্সিং দিবস। এদিন মহা সমারোহে দিনটি পালন করা হয়। সকলের মধ্যে কেক ও চকোলেট বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে করনদীঘি ব্লক স্বাস্থ্য আধিকারিক আভাষ রাজ, বিপিএইচএন পাপিয়া কুন্ডু, সুপারভাইসার নিবেদিতা চক্রবর্তী সহ নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তাদের পক্ষ্যে নার্স সীমা লুহারা জানিয়েছেন, আজকের দিনে অর্থাৎ ১২ মে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহন করেন। তার জন্মদিনকে বিশ্ব নার্সিং দিবস হিসাবে পালন করা হয়। করনদীঘি ব্লক স্বাস্থ্য আধিকারিক আভাষ রাজ বলেন, নার্সিং হল সেবাকাজ। নার্সিং এর বাংলা করলে হয় সেবিকা।

একজন নার্স তার জীবনে, মানুষকে সেবা প্রদান করে থাকেন। একজন অসুস্থ মুমুর্ষু রোগী এই সেবাতেই সম্পুর্ন সুস্থ হয়ে ওঠেন। তাই আজকের দিনে নার্সদের এই কাজকে কুর্নিশ জানাতেই এই অনুষ্ঠান।

Leave a Comment

Also Read