News Britant

বাংলাদেশে ঢাকেশ্বরী মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )


#হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন।  মন্দিরে মরিশাসের রাষ্ট্রপতিকে  স্বাগত জানানো হয়। পৃথ্বীরাজ সিং রূপন ও তার স্ত্রী মন্দিরে প্রসাদ গ্রহণ করেন। মন্দির কর্তৃপক্ষ পৃথ্বীরাজ সিং রূপনকে একটি উত্তরীয় দিয়ে অভ্যর্থনা জানান। একই সঙ্গে ‘ঢাকেশ্বরী মা’-এর প্রতিরূপ ডিজাইন করা একটি ক্রেস্ট উপহার দেন।

এ সময় বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্র নাথ পোদ্দার,  শাসক দল আওয়ামি লিগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চট্টোপাধ্যায়, মহানগর সার্বজনীন পুজো কমিটির রমেন মণ্ডল, প্রবীণ নেতা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, স্বপন সাহা, সুব্রত চৌধুরী, জয়ন্ত কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মরিশাসের রাষ্ট্রপতি ৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে ১১ মে চারদিনের সফরে ঢাকায় এসেছেন। এটিই মরিশাসের কোনো রাষ্ট্রপতির প্রথম বাংলাদেশ সফর। সফর শেষে ১৪ মে তিনি ঢাকা ছাড়বেন।

Leave a Comment

Also Read