News Britant

করনদীঘিতে লরি চালকের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য 

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কল্যান ব্যানার্জী, করনদীঘি: এক লরিচালকের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে করনদীঘিতে। করনদীঘি থানার ক্ষেতরাবাড়ী জাতীয় সড়কে শনিবার সকালে লরিচালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লরির কেবিন থেকেই মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষেত্রাবাড়ী জাতীয় সড়কের পাশে ডব্লিউ বি ৭৩/ জি ৫৬৩১ নম্বর বিশিষ্ট দাড়ানো লরি থেকে ইন্দ্রজিৎ পালের মৃতদেহ চালকের আসন থেকে উদ্ধার হয়।

মৃত ইন্দ্রজিৎ পালের বাড়ী আলিপুরদুয়ার জেলার সোনাপুরে।মৃতের বন্ধু অর্জুন ঝা জানিয়েছেন, তিনি বন্ধুর মৃত্যু সংবাদ শুনে এখানে এসেছেন। বন্ধুর শরীরে বুকের স্থানে গভীর ক্ষত লক্ষ্য করা গেছে। সেখান থেকে অনেক রক্তপাত হয়েছে, বলে মনে হচ্ছে।

দাড়িয়ে থাকা গাড়ীতে কিভাবে তার বন্ধুর মৃত্যু হল, তা তদন্ত হওয়া জরুরী। এটি খুনের ঘটনা কিনা তার তদন্ত করা উচিৎ। করনদীঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জে পাঠিয়েছে। বিষয়টিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Also Read