





#ইসলামপুর: ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে শনিবার টাউন লাইব্রেরী হলে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। ইসলামপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় আয়োজিত ওই শিবিরে বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।


মূলত ট্রাফিক গার্ড ও তাদের পরিবারের সদস্যরা এবং বিভিন্ন গাড়ির চালকদের স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা করা হয়েছিল ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। মহকুমা হাসপাতালের চিকিৎসক কৌস্তব নন্দী জানান, এই উদ্যোগটি সত্যিই খুব ভালো। তবে তিনি আরো বলেন, ট্রাফিক গার্ডরা রাস্তায় থাকেন তাদের নিরাপত্তাটাও সুনিশ্চিত করতে হবে।তারা যেন বেশি করে জল পান করেন। রোদ চশমা ব্যবহার করেন, ছাতা ব্যবহার করেন, বেশি করে জল পান করেন।


অসুবিধা হলে মহকুমা হাসপাতালে চিকিৎসকের সঙ্গে যেন পরামর্শ গ্রহণ করেন। আজ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অনেক গাড়ি চালকরাও তাদের নিজের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেন। ও ট্রাফিক গার্ডের কর্মীরা তাদের নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান।








