



#কল্যান ব্যানার্জী, করনদীঘি: করনদীঘি থেকে রসাখোয়া রাজ্য সড়কে খাদ্যশষ্য শুকাতে না দিতে মানুষকে সচেতন করল করনদীঘি পুলিশ। শনিবার সারাদিনব্যপী এই সচেতনতা অভিযান চলে। স্থানে স্থানে মাইক নিয়ে প্রচার চালান পুলিশ আধিকারিক সহ সিভিক ভলান্টিয়ারেরা। করনদীঘি ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, করনদীঘি থেকে রসাখোয়া হয়ে বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক দিয়ে গোয়ালপুকুর ব্লকের বিভিন্ন এলাকা সহ ইসলামপুর হয়ে শিলিগুড়ি যাওয়া যায়।
জাতীয় সড়কের বিকল্প রাস্তা হিসাবে এই বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক বেশ জনপ্রিয়। করনদীঘি ব্লকের রসাখোয়া বড় বাজার। এখানে প্রতি রবিবার বড় হাট বসে। কিন্তু এই রাজ্য সড়কের এক অংশ জুড়ে স্থানীয় মানুষেরা খাদ্যশষ্য শুকাতে দিচ্ছে।
ছোটো রাস্তার একদিক বন্ধ হয়ে পড়াতে গাড়ী সহ অন্যান্য যানবাহন চলাচলে ভীষন অসুবিধা হচ্ছে।বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সেই কারনে এদিন এই এলাকাতে প্রচার চালানো হয়। সেফ ড্রাইভ, সেভ লাইফ, কর্মসূচীর অঙ্গ হিসাবে এই প্রচারাভিযান।
