





#ইসলামপুর: সম্প্রতি ফের খবরের হেডলাইনে এসেছে ইসলামপুরের দাড়িভিটের নাম। এই সেই দাড়িভিট। যেখানে স্কুলের আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ২ ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মন। সম্প্রতি এই মামলায় এনআইএ তদন্ত দিয়েছে কোলকাতা হাইকোর্ট। আজ সেই দাড়িভিটে পৌছন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।


তিনি ২ পরিবারের সাথে দেখা করেন তিনি। কথা বলেন তাদের সাথে। ২ জনের সমাধিস্থলে পৌছে তাদের আত্মার শান্তি কামনা করেন সুকান্তবাবু। এদিন সংবাদ মাধ্যমের সামনে সুকান্ত মজুমদার বলেন, দীর্ঘ ৫ বছর ধরে আইনি লড়াই চলেছে। অবশেষে কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে তদন্তভার দেওয়া হয়েছে।


যারা দোষী এবার তারা শাস্তি পাবেই। এদিন সেখান থেকে সুকান্ত মজুমদার চলে আসেন ইসলামপুরে।ইসলামপুরের বাস টার্মিনাস এলাকায় একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। সেই সভায় হাজারো মানুষ বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। সেই প্রতিবাদ সভায় অজস্র মানুষের ভিড় যেন উপচে পড়ে।








