News Britant

এভারেস্ট শিখরে এবছরের প্রথম মহিলা পর্বতারোহী নাইলা কিয়ানি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#নিউজ ডেস্কঃ ২০২৩ সালের গ্রীষ্মের প্রথম সুখবর এল এভারেস্ট বেস ক্যাম্প থেকে। ১৪ই মে সকাল ৮টা ২ মিনিটে এবারের প্রথম এভারেস্ট শৃঙ্গে পা রাখলেন পাকিস্তানের মহিলা পর্বতারোহী নাইলা কিয়ানি। সঙ্গে ছিলেন পাশাং তিম্বা শেরপা। এই আন্তর্জাতিক পর্বতারোহী এর আগে পাকিস্তান সহ নেপালের নানান শৃঙ্গ সফল ভাবে ছুঁয়ে এসেছেন।

উল্লেখ্য, গত ২দিন আগেই ৯ জন শেরপার এক দল এভারেস্ট শৃঙ্গ পর্যন্ত রোপ ফিক্সড করে বেস ক্যাম্পে নেমে এসেছিলেন। তারপর এল নাইলার এই সুখবর। জানা গেছে, এবছর প্রায় ৫০০ জন পর্বতারোহী ও তাদের শেরপারা এভারেস্ট শৃঙ্গে পৌঁছানোর জন্য প্রস্তুতি চালাচ্ছে।

Leave a Comment

Also Read