



#হেমতাবাদ: রায়গঞ্জ ব্লাড ব্যাংকের রক্ত সঙ্কট মেটাতে রক্তদান শিবির অনুষ্ঠিত হল বাঙ্গালবাড়ি হাই স্কুলে। বাঙ্গালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রবিবার এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে ১০০ জন রক্তদাতা রক্তদান করেন।
হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মণ, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধীপতি কবিতা বর্মন, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়, বাঙ্গালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নুর কালাম, রায়গঞ্জ ব্লক ২র তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপঙ্কর বর্মন।
মহিলা তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি সুরাইয়া বেগম সহ অন্নান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। নূর কালাম বলেন, রায়গঞ্জ ব্লাড ব্যাংকের রক্ত সঙ্কট মেটাতেই এই রক্তদান শিবিরের আয়োজন করাহয়। যেখানে প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।
