News Britant

থ্যালাসেমিয়া আক্রান্ত দুই ছেলেমেয়ে এবং অসুস্থ স্বামীহারা দুস্থ মহিলাকে বিয়ে করলেন এক বৃদ্ধ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছেলে ও মেয়ের এবং পৃথিবী ছেড়ে চলে গেছেন স্বামী। এমনই এককিত্বে থাকা এক অসহায় মহিলাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জীবন সায়াহ্নে এসে স্ত্রী রূপে গ্রহণ করলেন জনৈক বৃদ্ধ ।তিনি ইসলামপুর জমি রেজিস্ট্রি অফিসে দলিল লেখকের কাজ করেন। নাম চিত্ত রঞ্জন দাস। বয়স আটষট্টি।

শুক্রবার রাতে ইসলামপুর ব্লকের কাল নাগিন এলাকার একটি মন্দিরে রীতি মেনে বিবাহ সূত্রে আবদ্ধ হন তারা এবং এ বিষয়ে রেজিস্ট্রি করার কথাও জানান সদ্য সন্তান হারা মা অনিতা রায়। চলতি মাসেই ছেলেকে হারিয়েছেন আর তার মধ্যে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে রীতিমতন ভাইরাল হয়ে যায়।

অনেকে বিষয়টা যখন মেনে নিতে পারছেন না তখন অনিতা রায় বলেন, তিনি এখনই এই সিদ্ধান্ত নিতেন না।কিন্তু পরিবারের চারজনের মধ্যে তিনজনই বিয়োগ হয়েছে। মহিলা হিসেবে একা বেঁচে থাকার মধ্যে নিরাপত্তা নিয়েও যথেষ্ট শঙ্কিত তিনি। এমনকি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে দুই ছেলে মেয়ের মৃত্যুর পর ইনি স্বর্বস্বান্ত। তার মনে হয়েছে যারা তার মতন ছিলেন অর্থাৎ যে পরিবারে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু রয়েছে তাদের জন্য জীবনের শেষ মুহূর্তে  কাজ করবেন।

কিন্তু তার কাছে সে অর্থ নেই। অথচ যার সঙ্গে তিনি দাম্পত্য জীবনের শেষ অধ্যায় নির্বাহ করবেন তাকে নিয়ে তিনি থ্যালাসিমিয়া আক্রান্তদের জন্য কাজ করতে চান ।ফেসবুকে পোস্ট দেখে তিনি যোগাযোগ করেছিলেন ওই বৃদ্ধর সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় প্রস্তাব রেখেছিলেন সেই বৃদ্ধ ,তাকে যে মহিলা বিয়ে করবে তার জন্য তিনি জমি, বাড়ি এবং নগদ দুই লক্ষ টাকা উপহার দেবেন। না সে সবকিছুই এখন নিতে চান না অনিতা দেবী।

নিরাপত্তা চান, ভালোবাসা চান এবং পেতে চান বেঁচে থাকার একটু নির্মল আনন্দ। যে আনন্দ তার কোনদিনই ছিল না ।কারণ রীতিমতন যুদ্ধ করে পরিবারের সবাইকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের দরজার দরজায় ঘুরেছেন তিনি। তবুও শেষ পর্যন্ত কাউকেই বাঁচাতে পারেন নি। এই মুহূর্তে যদি তিনি রাজি না হতেন তাহলে হয়তো এভাবে কোনও ঘর তিনি আর পেতেন কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন ছিল তারও। তাই এই মুহূর্তে মানুষ যে যাই বলুক না কেন শেষ কথা বলবে সময়।

Leave a Comment