News Britant

হজ যাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা স্বেচ্ছাসেবী সংস্থার

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: বেসরকারি ভাবে ইসলামপুর ব্লকের রামগঞ্জে হজ যাত্রীদের হাজি প্রশিক্ষণ -এর ব্যবস্থা করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রামগঞ্জ সুন্নি হুজ্জাজ ওয়েলফেয়ার সোসাইটি নামে ওই সংস্থা রবিবার প্রশিক্ষণের-এর কর্মসূচি নেয়। এবার রামগঞ্জ এলাকা থেকে ৭০ জন হজে যাবেন। সবাইকে রামগঞ্জ হজ হাউসে বসিয়ে হজের প্রশিক্ষণ দেওয়া হয় এদিন।
প্রশিক্ষণ দেন মুফতি মেহফিল আশরাফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা শমিম আখতার নূরী, হাফিজ নুরুজ্জামান, মাওলানা মহিউদ্দিন, মৌলানা সাজ্জাদ আলম সংস্থার পক্ষে হাজি ইমামুদ্দিন, হাজি দিল মহম্মদ, হাজি মইনুদ্দিন জানান, বহু হাজি হচ্ছে গিয়ে নিয়মকানুন ভুলে যান, তাই আমরা প্রশিক্ষণএর ব্যবস্থা করেছি। এর মাধ্যমে সবাইকে কি করতে হবে, কি ভাবে কাপড় পরতে হবে।
কোন জায়গায় কি করতে হবে সব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আলো ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সিদ্দিক আলম জানান, এই এলাকায় প্রতিবছর এরকম প্রশিক্ষণ দেওয়া হয়, যা হাজিদের জন্য ভালো গাইডের কাজ করবে। এবং সকল হজ যাত্রীকে শুভেচ্ছা জানানো হয় সুন্নী হজ্জযাজ ওলফেয়ার সোসাইটির তরফ থেকে।

Leave a Comment