News Britant

চা বাগানে চলে এল গজরাজ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: চাবাগানের মধ্যে চলে এলো একটি বিশাল  হাতি। গরমের কারনে চাবাগানের ধুলোই গায়ে মাখছে সেই হাতি। এই দৃশ্য নজরে আসতেই ভীড় জমে যায়। মাল মহকুমা এলাকার  ওদলাবাড়ি চাবাগানের ঘটনা। জানা গেছে, রবিবার সকালে ওদলাবাড়ি চাবাগানের ১৮ নাম্বার সেকশনে একটি বিরাট হাতিকে দেখতে পায় চাবাগানের শ্রমিকেরা।
মহুর্তের মধ্যে হাতি দেখতে ভীর জমে যায় চাবাগানে। এদিন হাতিটি গরমের জন্য মাঝে মধ্যেই চাবাগানের ধুলো শুর দিয়ে গায়ে মাখতে থাকে। এদিকে এলাকার মানুষের চিৎকার চ্যাচামেচিতে হাতিটি অতিষ্ঠ হয়ে ওঠে। বন কর্মিরা আসার আগেই চা শ্রমিকেরা হাতিটিকে তারঘেরা জঙ্গলে ফেরত পাঠায়।
হাতির পায়ের চাপে কিছু চা গাছের ক্ষতি হলেও মানুষের কোন ক্ষতি হয় নি। কারন রবিবার চাবাগান ছুটি থাকার কারনে শ্রমিকেরা চাবাগানে কাজে যায় নি। সাতসকালে হাতি দেখে খুশি অনেকেই।

Leave a Comment

Also Read