



#মালবাজার: কর্ণাটক বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। কংগ্রেস দল বিধানসভায় ২২৪টি আসনের মধ্যে ১৩৬টি জিতেছে এবং বিজেপি খারাপভাবে হেরেছে। দক্ষিণ ভারতের প্রবেশদ্বারে কংগ্রেসের বিপুল বিজয়ের আনন্দে ওদলাবাড়ী বীর বিরসা চকের সামনে ওদলাবাড়ী জোনাল কংগ্রেস কমিটির পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয়।


এই পথসভায় কর্ণাটকে কংগ্রেসের জয়ের আনন্দে পটকা ফাটিয়ে উদযাপন করেন স্থানীয় কংগ্রেস দলের নেতারা। এই জয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। জনগণের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে কংগ্রেস দলের বিজয় উদযাপন করা হচ্ছে।


একইসঙ্গে কর্ণাটক নির্বাচনের পর গোটা দেশে কংগ্রেসের ঢেউ শুরু হয়েছে। এখন ক্ষমতা থেকে প্রধানমন্ত্রী মোদী ও বিজেপির দিন শেষ হতে চলেছে।এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধন বোস, রাজা দে সরকার এবং সৈকত দাস ছাড়াও অন্যান্য কংগ্রেস নেতারা।








