



#কোচবিহারঃ IPL উপলক্ষে শনি ও রবিবার এক অন্য রকম মাদকতায় মাতল কোচবিহারের রাজনগর এলাকা। প্রথম বারের মতো কোচবিহার এ আইপিএল ফ্যান পার্ক হওয়ায় সবার উত্তেজনা ছিল চোখে পড়ার মত। রবিবার রাতে সফল ভাবে শেষ হল এবারের পার্কের আয়োজন। জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় এই IPL উপলক্ষে প্রায় কয়েক হাজার দর্শকের ঢল নেমেছিল রাজবাড়ী স্টেডিয়ামে।
দুদিনের এই শিবিরে খেলা বিকেল চারটাতেই শুরু হয়েছিল। কিন্তু সন্ধ্যার প্রকৃতি ছিল আবেগময়। ভেতরে বড়ো স্ক্রিনে খেলা দেখায় মাতলো সবাই। ভেতরে জল, জলখাবার ইত্যাদির ও ব্যবস্থা করা হয়েছিল। এমনকি লাকি কুপন এর ব্যাপার ও ছিল। যেখানে জয়ী বিজেতা কে খেলোয়াড় দের অটোগ্রাফ করা জার্সি দেওয়া হচ্ছিলো। খেলা দেখতে আসা দর্শক সুপ্রিয় দে জানান, কোচবিহার এ প্রথমবারের মতো আইপিএল ফ্যান পার্ক হওয়ায় উচ্ছ্বসিত ছিলাম।
এখানে এসে আরো ভালো লাগছে। খুব সুন্দর ভাবে সব কিছুর আয়োজন করা হয়েছে। আমরা সবাই বেশ মজা করছি। প্রসঙ্গত ফ্যান পার্কে রবিবার শেষ দুটি ম্যাচ দেখানো হয়। প্রত্যাশামত, রবিবারে দর্শকের ভিড় ছাপিয়ে গিয়েছিল শনিবারের দর্শক সংখ্যাকেও। আগামী বছর থেকে প্রতি শনি ও রবিবার এমন উদ্যোগ নেওয়ার ভাবনা রয়েছে বলে জানালেন উদ্যোক্তারা।
