





#মালবাজার: সোমবার ওদলাবাড়ির একটি(হলিভিউ জুনিয়র হাই স্কুল) বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষাদের দের আগুন সম্পর্কে নানা জিনিস বোঝান দমকল আধিকারিকেরা। মাল দমকল স্টেশনের আধিকারিক বিচিত্র তরফদার বলেন, শুধু স্কলেই নয়, আমরা হাট বাজার, হোস্টেল সহ বিভিন্ন জায়গায় আগুন নিয়ে শিবির করছি।


তিনি আরো বলেন, বিভিন্ন সময় দেখা যায় বাড়ি বা হোস্টেল- স্কুলে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে যায়। সেই আগুন সাবধানে কি ভাবে নেভাতে হবে, সেইসব কৌশল শেখানো হয় ছাত্রছাত্রী এবং অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের। খুব সজজেই সেই সব আগুন নিভিয়ে ঘরবাড়িসহ বিভিন্ন জিনিস রক্ষা করা যায়।


এদিন আগুন নেভানোর বিভিন্ন প্রকৃয়া দেখে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। অভিভাবক থেকে শিক্ষিকারাও নিজে হাতে আগুন নেভায় (ডেমো)। এরপর অন্যান্য স্কুল, হোস্টেল এবং বাজার এলাকাতেও এই ধরনের শিবির করা হবে বলে জানান মাল ফায়ার স্টেশনের আধিকারিকরা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র চিকিৎসক দীপক রঞ্জন দাস, ওদলাবাড়ি ইংরাজি মাধ্যম হলিভিউ স্কুলের প্রিন্সিপাল কুহেলি দাসসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা।








