News Britant

রাস্তার পাশে জমে থাকা জঞ্জাল সাফাই অভিযানে নামলো পৌরসভা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: শহরের বুকে কোথাও না কোথাও প্রতিদিন নির্মাণ কাজ হয়ে চলছে। কাজ চলাকালীন কিম্বা কাজ শেষের পর পড়ে থাকে নানান রাবিশ জঞ্জাল। এছাড়াও প্রতিদিন শহরের বিভিন্ন মোরে এদিক ওদিক জমে ওঠে প্লাস্টিকের আবর্জনা সহ অন্যান্য জঞ্জাল।
রাস্তার পাশে জমে থাকা এই সব রাবিশ জঞ্জাল যেমন দূঃষন ছড়ায় তেমন চলাচলে অসুবিধা হয়। মাঝেমধ্যে দুর্ঘটনাও। পৌরসভা বাড়ি বাড়ি থেকে প্রতিদিন জঞ্জাল সংগ্রহ করলেও রাস্তার পাশের জঞ্জাল সমস্যা সৃষ্টি করছিল। রীতিমতো জেসিবি মেসিন নামিয়ে সোমবার থেকে রাস্তার পাশের রাবিশ জঞ্জাল সাফাই অভিযানে নামলো মাল পৌরসভা।
এদিন শহরের ৫ নম্বর ওয়ার্ডে এরকম সাফাই অভিযান দেখা গেল। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দেবনাথ জানান, বর্ষার আগেই রাস্তার পাশের জঞ্জাল রাবিশ সাফাই শুরু হয়েছে। এই অভিযান চলবে।

Leave a Comment