



#ইসলামপুর: চোপড়ায় মহানন্দা নদীর জল থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। আজ এই ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম রুপম রায় তার বয়স ১৭ বছর। বাড়ি ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের রামকৃষ্ণ পল্লী এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল দাদার সাথে বচসার পরে বাড়ি থেকে বেড়িয়ে যায় রুপম। বন্ধুদের ফোনে আত্মহত্যা করার সিদ্ধান্তের কথা জানায় সে। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। নদীর ধার থেকে তার মোবাইল ও জুতো উদ্ধার হতেই শোরগোল পরে যায় এলাকায়। আজ সকালে বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা তল্লাশি অভিযান চালায় নদীতে। কিছুক্ষণ বাদেই দেহ উদ্ধার হয় তার।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই আকস্মিক ঘটনায় হতবাক রুপমের পরিবার। তারা জানায় এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ছেলে। আর কদিন বাদেই ছিল টেজাল্ট। তার আগে সব শেষ।
