



#রায়গঞ্জ: গত ৭৩ বছর ধরে রায়গঞ্জের মোহনবাটি উচ্চ বিদ্যালয়টিতে পঠনপাঠন করে এসেছে শুধু ছাত্ররা। আগামী শিক্ষাবর্ষ থেকে সেই বয়েজ স্কুলে একাদশ শ্রেণীতে ছাত্রীদের ভর্তির সুযোগ মিলবে।উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের অনুমোদন অনুযায়ী এবার থেকে একাদশ দ্বাদশে এই বয়েজ স্কুলে পঠনপাঠন করতে পারবে ছাত্রীরাও।পড়ুয়ার অভাবে যখন ধুঁকছে সরকারি বিদ্যালয় গুলি ঠিক সেই সময় শিক্ষা পর্ষদের এই অনুমোদন কার্যকরী পদক্ষেপ বলে মনে করছে রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ।
সোমবার এ বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করে বিদ্যালয়ের তরফে জানানো হয়, মাধ্যমিকের ফলাফলের পর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবে ছাত্রীরা। বিজ্ঞান, কলা ও ভোকেশনাল বিভাগে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরা ভর্তির সুযোগ পাবে। এতে করে বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা যেমন বাড়বে তেমনই পার্শ্ববর্তী অঞ্চলের ছাত্রীদের উচ্চমাধ্যমিকে ভর্তির সমস্যা দূর হবে বলে আশাবাদী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল বিশ্বাস।
তিনি বলেন, এতদিন এই স্কুলে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শুধুমাত্র ছাত্ররাই পড়াশোনা করত। ইদানিং বিগত কয়েকবছর থেকে ছাত্রসংখ্যা কমছিল। সেদিকে তাকিয়ে বিদ্যালয়ের পড়ুয়াসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে এই চিন্তাভাবনা করছিল স্কুল কতৃপক্ষ। সেই অনুযায়ী শিক্ষা সংসদের কাছে অনুমোদন চাওয়া হলে অনুমোদন পাওয়া গেছে। আগামী ১৯ শে মে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে।
তারপরেই একাদশে ভর্তির জন্য আবেদন করতে পারবে ছাত্রীরা। এবিষয়ে শহরজুড়ে মাইকে প্রচার করা হবে বলে জানান প্রধান শিক্ষক। পাশাপাশি এরকম একটি মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বর্তমান পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য এমন সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে মত প্রকাশ করেন তিনি।
