News Britant

স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ কেন্দ্রে আর্থিক দুর্নীতির অভিযোগ, ভিত্তিহীন জানালেন জেলা পরিষদ সদস্যা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কেন্দ্রে আর্থিক দুর্নীতি চলছে। প্রশিক্ষণ নিতে আসা মহিলারা দুর্নীতির জাঁতাকলে পড়ে বঞ্চিত হচ্ছেন। সোমবার এমনই অভিযোগ আনলেন বিজেপির মেটেলি ব্লকের আপার মন্ডল সভাপতি অজিত ছেত্রী। যদিও এই অভিযোগ ঠিক নয় বলে জানালেন জেলা পরিষদ সদস্যা আশ্রিতা লাকরা মুন্ডা ও প্রশিক্ষণ কেন্দ্রের এক সহকারী প্রশিক্ষিকা।
জানাগেছে, মেটেলি ব্লকের ইন্ডং – মাটিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ডিআর ডিসি’র পক্ষ থেকে হাতের কাজ শেখানোর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গত ১৭ দিন ধরে প্রশিক্ষণ চলছে। ৩০ জন মহিলা প্রশিক্ষন নিচ্ছেন। এই প্রশিক্ষণ কেন্দ্রে আর্থিক দুর্নীতি চলছে বলে অভিযোগ করেছেন অজিত ছেত্রী। তিনি বলেন, ৩০ জন মহিলা ট্রেনিং নিচ্ছেন অথচ এই গরমে ঘরে কোন পাখা নেই। মহিলাদের জন্য প্রতিদিন মাথাপিছু ১০০ টাকা টিফিন হিসাবে বরাদ্দ আছে।
অথচ মহিলাদের ২০ টাকার টিফিন দেওয়া হচ্ছে। একজন ঠিকাদার দিয়ে এই প্রশিক্ষণ কেন্দ্র চলছে। মালপত্রের পরিমাণও কম। এইভাবে মহিলাদের প্রতারিত করে রোজ ফয়দা নিচ্ছে এজেন্সি। এই দুর্নীতি চলতে পারেনা। এনিয়ে অভিযোগ অস্বীকার করে তাকে ভিত্তি হীন বলেছেন স্থানীয় জেলা পরিষদের সদস্যা আশ্রিতা লাকরা মুন্ডা। তিনি বলেন, মহিলাদের স্বনির্ভর করতে এই প্রশিক্ষণ চলছে। ট্রেনিং যখন শুরু হয় তখন যে বরাদ্দ ছিল তাই দেওয়া হচ্ছে।
কয়েকদিন আগে ডিআরডিসির তরফে নতুন সার্কুলার দেওয়া। সেই বরাদ্দ এলে নিশ্চয় দেওয়া হবে। এখানে কোনো দুর্নীতি নেই। বিজেপির নেতাদের কাজ নেই সব জায়গায় গোলমাল করে। প্রশিক্ষণ কেন্দ্রের এক সহকারী প্রশিক্ষিকা ও প্রশিক্ষণ নেওয়া এক মহিলা বলেন, আজ দুফুরে হটাৎ কিছু লোক কোন অনুমতি ছাড়াই প্রশিক্ষণ কেন্দ্রে ঢুকে পড়ে। কেন পাখা নেই, কেন টিফিনের বরাদ্দ কম সেসব জানতে চান। এভাবে হম্বিতম্বি করা উচিত হয়নি। যদি বঞ্চিত হই তবে আমরা ডিআরডিসিকে জানাব। এজন্যই কেন্দ্রে এরকম করা উচিত নয়।

Leave a Comment

Also Read