News Britant

করনদীঘিতে কালবৈশাখী চড়ক পূজা অনুষ্ঠিত

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কল্যান ব্যানার্জী, করনদীঘি: সোমবার সন্ধ্যা থেকে করনদীঘি কৃষি মান্ডি ময়দানে অনুষ্ঠিত হল কালবৈশাখী চড়ক মেলা। এই পূজা ও মেলাকে ঘিরে সাধারন মানুষের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে।করনদীঘির বিধায়ক গৌতম পাল এই মেলাতে উপস্থিত হয়ে মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানিয়েছেন, দীর্ঘ তিরিশ বছর ধরে এই চড়ক পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।

প্রায় কুড়ি হাজার মানুষ এই মেলা ও পূজা দেখতে আসেন। চরক ঠাকুরের কাছে সকলের কুশল কামনা করা হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ্যে রিপন পাল জানিয়েছেন, সাধারনত চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এখানে সেটা বৈশাখ মাসে কালবৈশাখী চড়ক পূজা হিসাবে পালন করা হয়। চড়ক একটি বড় বৃক্ষের কান্ড, যেটি পূজার সাতদিন আগে বাদ্যযন্ত্র বাজিয়ে জল থেকে তোলা হয়।

ভালোভাবে মুছে ও বুড়ো শিব সহযোগে পূজার প্রস্তুতি চলে। সাতদিন ধরে চড়ক সহকারে গ্রামে গ্রামে ঘোরা হয়। তারপর এদিনের পূজা। মানুষের সহযোগিতাতে এই পূজা হয়ে আসছে। এখানে মানুষেরা শুভ লাভের প্রার্থনা জানিয়ে থাকেন। এই চড়ক পূজাকে ঘিরে পূজা চত্বরে বিভিন্ন দোকান সাজিয়ে বসেন ব্যবসায়ীরা।

Leave a Comment