



#মালবাজার: গাছেরও প্রান আছে। গাছের গায়ে পেরেক বা গজাল লাগালে গাছের সমস্যা হয়। এই বোধ অনেকের নেই তাই বিভিন্ন কোম্পানির বিঞ্জাপন সম্বলিত ফ্লেক্স ও পোস্টার প্রচারের জন্য রাস্তার পাশের গাছে পেরেক দিয়ে লাগান। বিশ্ব পরিবেশ দিবসের আগে গাছের প্রতি মানুষের সচেতনতা বাড়াতে মঙ্গলবার চালসা এলাকায় জাতীয় সরকের পাশে গাছে লাগানো ফ্লেক্স পোস্টার খুলে দিল পরিবেশ প্রেমীরা।


এদিন চালসা ন্যাচার স্টাডিজ এন্ড অ্যাডভেঞ্চার, পশ্চিম বঙ্গ বিঞ্জান মঞ্চ নামের একাধিক পরিবেশ প্রেমী সংস্থার পক্ষে সুমন চৌধুরী, প্রভু বিশ্বকর্মা, মানবেন্দ্র দে সরকারের নেতৃত্ব কয়েকজন পরিবেশ প্রেমী চালসা টিয়াবন এলাকায় গাছে লাগানো সব পোস্টার ও ফ্লেক্স খুলে ফেলেন। পরিবেশ প্রেমী সুমন চৌধুরী বলেন, গাছের পেরেক দিয়ে পোস্টার লাগানো উচিত নয়। গাছের সমস্যা হয়। তাই আমরা আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পর্যন্ত এই অভিযান চলবে। তারপর বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করব।










