News Britant

জমির অধিকার রক্ষার লড়াইয়ে শামিল দুই সংগঠনের সদস্যরা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

ইসলামপুর: অবিলম্বে চোপড়া ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এ সাঁওতালি ভাষা জানা আধিকারিক নিয়োগ করতে হবে এবং যে সমস্ত আদিবাসীদের জমির আর এস আছে তাদের অনেকেরই এল আর রেকর্ড করা আছে পুঁজিপতিদের নামে। অবিলম্বে তা বাতিল করতে হবে। সংশ্লিষ্ট বিষয় দুটি সহ একাধিক দাবিতে সরব হয়ে চোপড়া ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে স্মারকলিপি দিল যৌথভাবে আদিবাসী জমি রক্ষা কমিটি ও ট্রানস্ফারড এরিয়া অফ সূর্যাপুর অরগানাইজেশন।

মঙ্গলবার সংশ্লিষ্ট বিষয়ে তারা অবস্থান বিক্ষোভেও সামিল হন। কোনভাবেই আদিবাসীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না বলেও এদিন আওয়াজ ওঠে। দুই সংগঠনের পক্ষে ট্রান্সফার্ড এরিয়া অফ সূর্যাপুর অরগানাইজেশনের মুখপাত্র পাশারুল আলম জানান, তাদের দাবি গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দপ্তরের আধিকারিক। তবে সাঁওতালি ভাষায জানা আধিকারিক নিয়োগের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

 

News Britant
Author: News Britant

Leave a Comment