News Britant

বট পাকুরের বিয়েতে নিমন্ত্রিত এক হাজার গ্রামবাসী

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: রায়গঞ্জের রাঙাপুকুর গ্রামে মহাসমারোহে বিয়ে হল বট পাকুর গাছের। প্রায় এক হাজার গ্রামবাসী এদিন এই বিবাহ অনুষ্ঠানে অংশ নিয়েছিল। মঙগলাচরণ, বাজনা, ফুলের সাজ, খাওয়াদাওয়া সবই হৈ হুল্লোড়ের সাথে হল এই বিবাহ অনুষ্ঠানে। জানা গেল, এলাকার বাসিন্দা পঞ্চানন বর্মনের কোনো ছেলেপুলে নেই। তিনি একটি পাকুর গাছকে সন্তানস্নেহে বড় করেছেন। সেই পাকুরের সাথেই কনে বটের বিবাহ হল এদিন।

বিবাহের নিয়ম অনুযায়ী কনেপক্ষও হাজির ছিল। যদিও প্রায় ত্রিশ হাজার টাকা বাজেটের এই বিয়েবাড়ির সমস্ত খরচ বহন করেছেন গ্রামবাসীরাই মিলেমিশে। কনেপক্ষ হিসেবে কনে বটের পিতা শঙ্কর পুরোহিত জানান, গাছ দুটি ছেলের বাবাই লাগিয়েছে। একজন মেয়ের বাবা দরকার বিয়ের জন্য, তাই আমি মেয়ের বাবা হয়েছি। দুজনে মিলে বিবাহের আয়োজন করেছি।

এর ফলে গাছ লাগানোর উৎসাহ বাড়বে বলে আশাবাদী তিনি। অন্যদিকে অচিন্ত্য দেব নামে অন্য একজন বললেন, খুবই ভালো উদ্যোগ। রাঙাপুকুর গ্রামে এমন উদ্যোগ এই প্রথম। তবে অন্যান্য জায়গায় এমন যে হয় সে খবর আমরা আগে শুনেছি। খরা রুখতে গাছ লাগানো খুব প্রয়োজন। এমন আনন্দ উৎসবের মধ্য দিয়ে গাছ লাগানোর বার্তা খুব সুন্দরভাবে গ্রামবাসীদের মধ্যে পৌঁছে দেওয়া যায়।

আজ এই বিবাহবাসরেও গাছ লাগানোর প্রতি উৎসাহ দিতে বেশ কিছু গাছের চারা অতিথিদের মধ্যে বিতরণ করা হবে। রমেন বর্মন নামে অন্য এক গ্রামবাসী বললেন, খরা রুখতে গরম রুখতে গাছের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। বট পাকুর গাছ অমর, এর ছায়া সুশীতল, একথা আমরা রামায়ণ থেকে জেনে আসছি। আমাদের প্রাণদায়ী এই বৃক্ষেরা আরও অমর হয়ে থাকুক এটাই আমাদের প্রার্থনা। বিবাহে উপস্থিত অতিথিদের জন্য ডাল, পনির, ভাজা, দই, মিষ্টি সহ বেশ ভালো খাওয়াদাওয়ার বন্দোবস্তও করা হয়েছিল।

চারজন রাঁধুনি এই বিবাহের পাকশালা সামলাচ্ছিলেন। নিরঞ্জন পাল নামে এক রাঁধুনি জানালেন, সকাল নটা থেকে খাবারের বন্দোবস্ত শুরু হয়েছে। হাজারের মত লোকের খাবারের ব্যবস্থা হয়েছে। এর আগেও অন্যান্য গ্রামে এমন বিয়েতে পাক সামলেছেন বলে জানালেন তিনি।

Leave a Comment

Also Read