



#নিউজ ডেস্কঃ বুধবারের সকাল মাউন্ট এভারেস্টের শীর্ষে নিয়ে এল পরপর দুটি রেকর্ড। এদিন কামি রিটা শেরপা ভাঙলেন নিজের পুরোনো রেকর্ড। ২৭ বার মাউন্ট এভারেস্টের শীর্ষে পা রেখে ভেঙে দিলেন নিজের রেকর্ড। অন্যদিকে, কেনটন কুল নামের এক আন্তর্জাতিক পর্বতারোহী বিদেশি হিসেবে সবচেয়ে বেশি বার চড়লেন এভারেস্টের শীর্ষে। বুধবার এই নিয়ে ১৭ বার এভারেস্ট শৃঙ্গ ছুঁয়ে তৈরি করলেন নতুন রেকর্ড।
তবে এদিন এত রেকর্ডের পাশাপাশি চতুর্থ ক্যাম্পে ঘটল মালডোভার এক পর্বতারোহীর মৃত্যুর ঘটনা। মৃত ওই পর্বত অভিযাত্রীকে নিচে নামিয়ে আনার চেষ্টা চলছে।
