News Britant

এনবিএসটিসির রায়গঞ্জ ডিপোতে অবস্থান বিক্ষোভ বাম শ্রমিক সংগঠনের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জ : নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন এর পক্ষ থেকে বুধবার রায়গঞ্জ ডিপোতে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে বাম শ্রমিক সংগঠন। এরই পাশাপাশি নয় দফা দাবি সহ দাবিপত্র পেশ করা হয় এন বি এস টি সি, রায়গঞ্জ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার এর কাছে। মূলত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় বেসরকারিকরণ বন্ধ করা, সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ , প্রোমোশনযোগ্য শূন্যপদ গুলি পূর্ণ করা, শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবি গুলি কে সামনে রেখে এদিনের কর্মসূচি পালন করা হয়। এ বিষয়ে এন বি এস টি ই ইউ এর সাধারণ সম্পাদক গৌতম কুন্ডু বলেন, ২০১১ সালের পর থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে। ২০১১ তে যেখানে কর্মীসংখ্যা সাড়ে পাঁচ হাজার ছিল সেখানে এখন কর্মীসংখ্যা সাড়ে পাঁচশো। মাত্র এই পরিমাণ কর্মী দিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিপুল কর্মকাণ্ড চালানো অসম্ভব। সেক্ষেত্রে সহায়তায় এগিয়ে আসেন কন্ট্রাক্টচুয়াল কর্মীরা। কিন্তু তাদের বেতন অতি সামান্য। এই সামান্য বেতনের পরিবর্তে তাদের হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। তারপর তাদের নিরাপত্তা বা বিপদ আপদের কোনো চিন্তা ম্যানেজমেন্ট করে না। ম্যানেজমেন্টের নজর শুধু বিক্রির দিকে। সেটা কম হলে কর্মীকে বদলি ও শোকজ করা হয়। এতে করে কন্ট্রাক্টচুয়াল কর্মীদের মনোবল ভেঙে পড়ছে। এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ স্বরূপ এদিনের এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি বলে জানানো হয় সংগঠনের তরফে।

Leave a Comment

Also Read