



#চোপড়া: চোর সন্দেহে এক যুবক ও এক কিশোরীকে আটকে পুলিশের হাতে তুলে দিল এলাকার সাধারণ মানুষ। গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চোপড়া থানার ধনীরহাট এলাকায়। স্থানীয় সূত্রের খবর, এদিন সন্ধ্যায় অপরিচিত ওই দুজন একটি বাড়িতে ঢুকে পড়ে। চোর সন্দেহে তাদের আটকে রাখা হয়।পরে পুলিশ গিয়ে ওই দুজনকে উদ্ধার করে।
পুলিশের অবশ্য অনুমান, সন্ধ্যায় এদিন ওই এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়।ওই সময় সম্ভবত আশ্রয় নিতে স্থানীয় একটি বাড়িতে ওরা ঢুকেছিলেন।দুজনকে উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
