








প্রসঙ্গত উল্লেখ্য, গত বেশকিছু দিন মাল ব্লক তৃনমুল কংগ্রেস সভাপতি সুশীল কুমার প্রসাদ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা বরার দ্বৈরথ এক প্রকার চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। গত ২৯ এপ্রিল রীনা বরা সুশীল বাবুর বিরুদ্ধে মাল থানায় এজাহার করেন। সুশীল প্রসাদ প্রকাশ্যে তাকে নোংরা মহিলা বলেন। ৫ মে রীনা বরা সুশীল প্রসাদের শাস্তির দাবীতে থানার সামনে ধর্নায় বসেন। ৬ মে অসুস্থ হয়ে পড়লে রীনা দেবীকে হাসপাতালে ভর্তি করতে হয়। পরে গত ৮ মে তৃনমুল কংগ্রেসের জেলা নেতৃত্ব সুশীল প্রসাদকে ব্লক সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়। কিন্তু, রীনা বরাকে তার পদে বহাল রাখে।এতেই ক্ষুব্ধ হয়ে সুশীল প্রসাদের অনুগামী বলে পরিচিত ডামডিম গ্রাম পঞ্চায়েতের ২০ জন সদস্য ইস্তফা দিয়েছিলেন। বুধবার আবার সেই ইস্তফা প্রত্যাহার করে নেন।















