



#ইসলামপুর:সামনেই গ্রাম পঞ্চায়েতের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি। রাজ্যের পাশাপাশি স্থানীয় স্তরেও দলের নেতারা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তারই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলায় দুই মহকুমায় প্রতিমাসে দুটি করে বৈঠক করা হয় দলের পক্ষ থেকে। আজ ইসলামপুর মহকুমা অনুষ্ঠিত হলো এই বৈঠক এই দিন ইসলামপুর বাস টার্মিন আছে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রাব্বানী, চাকুলিয়ার বিধায়ক মিনা জুল আরফিন আজাদ, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ একাধিক নেতৃত্ব।
জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেন আজ ইসলামপুর মহকুমা এই বৈঠক অনুষ্ঠিত হলো আগামী ৩০ তারিখ রায়গঞ্জ মহকুমায় হবে বৈঠক। এদিন আব্দুল করিম চৌধুরী প্রসঙ্গে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোর্টে বল ঠেলেছেন জেলা সভাপতি।
