



#ইসলামপুর:নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে গেল রং বোঝাই লরি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। আজ সকাল ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার গুঞ্জরিয়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, সিঙ্গুর থেকে রং বোঝাই লরিটি গুয়াহাটির দিকে।পথে ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায় কোন এক কনটেইনার ওভারটেক করার সময় রং বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে যায়।
এই ঘটনায় হালকা জখম হন লরির চালক ও খালাসি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়।
