News Britant

ভাষা শহীদদের বন্দনায় ১৯ শে মে – এর প্রভাতী অনুষ্ঠান

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: ইছেডানা ও সেতু সাহিত্য পত্রিকার  যৌথ উদ্যোগে এবং সৃজন সাহিত্য আসরের সহযোগিতায় আয়োজিত হলো ভাষা বৈঠক শীর্ষক অনুষ্ঠান। শুক্রবার সাতসকালে ইসলামপুরের টাউন লাইব্রেরি চত্ত্বরে ভাষা শহীদ মঞ্চে অর্পিতা দত্তের গানে গানে অনুষ্ঠানের উদ্বোধন। ১৯৫২ সালের ১৯ মে এর প্রেক্ষাপট বর্ণনা করেন অনুষ্ঠানের সভ্যামুখ্য কবি নিশিকান্ত সিনহা, ডঃ বাসুদেব রায়।
স্বরচিত কবিতা পাঠ করেন সুশান্ত নন্দী, ভবেশ দাস, নীলাঞ্জন ভৌমিক, শিপ্রা চক্রবর্তী, শিব শংকর রায় ও রূপকথা নন্দী। শ্রুতি মঞ্জিল আবৃত্তি সংস্থার শিল্পীরা যথাক্রমে জ্যোতি বিশ্বাস, সূচন্দনা নন্দী, সীমা দাম কুন্ডুরা সুদেষ্ণা সিনহার লেখা “বাংলা ভাষা” কবিতা আবৃত্তি করেন। দেবশ্ৰী সাহার নির্দেশনায় রূপকথা নন্দী ও সুচেতা পালদের কবিতার সাথে নৃত্যায়ন অসাধারণ।
সুশান্ত নন্দীর লেখা কবিতা বাংলা আমার বাংলা তোমার আবৃত্তি করে শোনায় অবুঝ সবুজ আবৃত্তি শিক্ষায়তনের কচিকাঁচার। আলোচনায় অংশ নেন তপন কুমার সিনহা। তবলা সংগতে ছিলেন জয়দীপ দত্ত। ইচ্ছেডানা ও সেতু সাহিত্য পত্রিকা এবং সুজন সাহিত্য আসরের সম্পাদক সুশান্ত নন্দী জানান, প্রতিবছর এই বিশেষ দিনটি ছোট্ট আবহে মর্যাদার সঙ্গে পালন করেন তারা এবং এই দিনটির বৈশিষ্ট্য ও প্রেক্ষাপট ছোট ছোট শিশুদের মধ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানান তিনি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যোতি বিশ্বাস।

Leave a Comment

Also Read