News Britant

আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসে ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন দেখল স্কুল পড়ুয়ারা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#বালুরঘাটঃ অযোধ‍্যা কালিদাসী বিদ‍্যানিকেতনের উদ‍্যোগে এবং দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসে জেলা সংগ্রহশালা পরিদর্শন করলো অযোধ‍্যা কালিদাসী বিদ‍্যানিকেতন, বালুরঘাট হাই স্কুল, বালুরঘাট গার্লস হাই স্কুল, খাদিমপুর গার্লস হাই স্কুল, আশুতোষ বালিকা বিদ‍্যাপীঠের ছাত্র – ছাত্রীরা।

গাইড হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক তুহিন শুভ্র মন্ডল, ঝন্টু হালদার। ছিলেন ইতিহাস অনুরাগী অঞ্জন কুমার দাসও। এবারের এই দিবসের থিম ছিল ‘মিউজিয়াম, সাসটেইনিবিলিটি অ‍্যান্ড ওয়েলবিইং’। সংগ্রহশালা ঢোকার মুখে শিক্ষার্থী দের সামনে আজকের দিনটির তাৎপর্য ও গুরুত্ব ব‍্যাখ‍্যা করেন এবং এবারের থিম বুঝিয়ে দেন তুহিন বাবু। তারপর ভিতরে প্রবেশ করে ছাত্র – ছাত্রীরা একে একে পাল, সেন, সুলতান যুগের বিভিন্ন নিদর্শন দেখে।

বিষ্ণু ত্রিবিক্রম, সূর্য মূর্তি, বিষ্ণুর বরাহ অবতার, দ্বারপাল, বিষ্ণু ও গরুর, মনসা মূর্তি,মুদ্রা, টেরাকোটার কাজ ইত‍্যাদি দেখে শিক্ষার্থী তনুশিয়া মন্ডল ও অনয় দাস বলে ‘আমাদের জেলা এত প্রাচীন ও সমৃদ্ধ জেনেই খুব ভাল লাগছে।’ এছাড়া পুষ্প লোহার, দীপিকা মালি, শিখা লোহার প্রমুখরা বলে ‘কালোপাথর ও বেলেপাথরের মূর্তিগুলি দেখলাম। স‍্যারেরা সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিলেন।

বাড়িতে গিয়ে বলবো। আর অন‍্য বন্ধু দের ও মিউজিয়ামে আসতে বলবো’ উদ‍্যোক্তাদের মধ‍্যে তুহিন শুভ্র মন্ডল, ঝন্টু হালদার, অঞ্জন কুমার দাসেরা বলেন ‘শিক্ষার্থীদের জন‍্যই এই উদ‍্যোগ। আমরা ছোটবেলায় এসব পাইনি। ওরা নিজের জেলাকে জানুক ও নিজের শেকড়কে চিনুক’।

Leave a Comment