News Britant

করনদীঘিতে মাধ্যমিকের ফল সন্তোষজনক

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কল্যান ব্যানার্জী, করনদীঘি: এবারের মাধ্যমিক পরীক্ষাতে সন্তোষজনক ফল করেছে করনদীঘি ব্লকের বিভিন্ন বিদ্যালয়। তবে এবারেও এই ব্লকের মধ্যে সেরার শিরোপা পেয়েছে করনদীঘি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের ছাত্রী তনুষ্কা ঘোষ ৬৬০ নম্বর পেয়ে করনদীঘি ব্লকে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে। তনুষ্কার বাড়ী করনদীঘি প্রানকেন্দ্রে। তার বাবা স্বাস্থ্য কর্মী ও মা শিক্ষিকা।

তনুষ্কার বাবা রানা ঘোষ জানিয়েছেন, তার মেয়ের এই ফলের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের চরম অবদান রয়েছে। তনুষ্কার মা পড়াশুনাতে বিশেষ নজর দিয়ে থাকেন। করনদীঘি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অপূর্ব দাস বলেন, এই বিদ্যালয় থেকে এবারে ২৮২ জন ছাত্র ছাত্রী পরীক্ষাতে বসে ও ২৪১ জন সফলতা পায়। তারমধ্যে অনুষ্কা ঘোষ ৬৬০ নম্বর পেয়ে ব্লকে সম্ভাব্য প্রথম হয়েছে।

এই বিদ্যালয়ের সৌরিক মন্ডল ও অঙ্কিতাশ্রী দাস ৬৪০ নম্বর পেয়েছে। ৩০ জন ছাত্র ছাত্রী প্রথম বিভাগে সফলতা পেয়েছে। ছাত্র ছাত্রীদের ভালো নম্বর পাবার পিছনে বিদ্যালয়ের শিক্ষকদের পরিশ্রম কাজে এসেছে। করনদীঘি ব্লকের রসাখোয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এবারের মাধ্যমিক পরীক্ষাতে আশাব্যঞ্জক ফল করেছে। এই বিদ্যালয়ের মহম্মদ সফিকুল ইসলাম বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর ৬৪৮ পেয়েছে। এই বিদ্যালয় থেকে এবারে ৬৩৯ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেয় ও ৪৫২ জন সফলতা পায়।

তিতপুকুর উচ্চ বিদ্যালয় থেকে এবারে ৩২৪ জন পরীক্ষাতে বসে ও ২৫৫ জন উত্তীর্ন হয়। এই বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর ৬২৪ পায় নুসরত জাহান। বেগুয়া উচ্চ বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর ৫১৮ পায় আসরাফ হোসেন। এই বিদ্যালয় থেকে এবারে ২০২ জন পরীক্ষা দেয়  ও ১২৩ জন সফলতা পায়। করনদীঘি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এবারে ১৩১ জন পরীক্ষা দেয় ও ৯২ জন সফলতা পায়। এই বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর ৪২৫ পেয়েছে অনিকা পাল।

Leave a Comment

Also Read