News Britant

পুলিশের উদ্যোগে বন্যপ্রান সচেতনতা ও রক্তদান শিবির

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: শুক্রবার জেলা পুলিশের উদ্যোগে বন ও বন্যপ্রাণ নিয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান ও রক্তদান শিবির আয়োজিত হলো। পুলিশের উদ্যোগে শুক্রবার সকালে মালবাজার থানার পাথরঝোরা চা বাগানে শিশু কিশোর কিশোরীদের নিয়ে বন ও বন্যপ্রান নিয়ে সচেতনতা অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে যোগ দেন জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার উমেশ গণপত খানডাবলে।
পাথরঝোরা এম লাইন প্রাথমিক বিদ্যালয়ে  অনুষ্ঠান আয়োজিত হয় সেখানে বন ও বন্যপ্রাণ বিষয়ে ভিডিও দেখানো হয়। ভিডিও শেষে উপহার দেওয়া হয়। এলাকার মানুষদের রাত্রে চলাচলের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন টর্চ দেওয়া হয়। এছাড়া ফুটবল প্রদান করা হয়। জেলা পুলিশ সুপার বলেন পরিবেশকে বাঁচিয়ে উন্নয়ন করতে হবে এবংকের শিশু কিশোর কিশোরীরাই আগামীতে সেই কাজ করবে।
এরপর পুলিশ সুপার আসেন মালবাজার শহরে। সেখানে মাল থানার চত্বরে। সেখানে পুলিশের উদ্যোগে সকাল থেকে শুরু হয় রক্তদান শিবির। জেলা পুলিশ সুপার সেই শিবিরে যোগ দেন। সেখানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংদেন ভুটিয়া সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
এদিন পুলিশ উদ্যোগে এই মেগা রক্তদান শিবির রাত পর্যন্ত চলে। বিকেলে হতেই একদিকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে সংগ্রীহিত রক্ত জমা হতে থাকে অন্যদিকে রক্ত দান শিবিরও চলে।সন্ধ্য পর্যন্ত প্রায় ১০০ ইউনিট রক্ত সংগ্রীহিত হয় বলে জানাগেছে।

Leave a Comment