





#মালবাজার: শুক্রবার মাল মহকুমা এলাকার একাধিক চাবাগানে নির্মিয়মান ক্রেজ হাউসের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন আই এন টি টি ইউ সি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়। চাবাগান এলাকায় মহিলা শ্রমিকদের সংখ্যা প্রায় পুরুষদের সমান। কোথাও আবার সংখ্যায় বেশি। এই বিশাল সংখ্যক মহিলাদের মধ্যে অনেকেই সদ্য মা হয়েছেন এমন আছেন।


বাচ্চা কোলে নিয়ে পাতা তোলা কষ্টকর। সেজন্য সাবেক কাল থেকে চাবাগান গুলিতে ক্রেজ হাউসের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু, বর্তমান সময়ে সেই ক্রেজ হাউস হয়ে উঠেছিল ‘নাম কা ওয়াস্তে’। শিশু পরিচর্চার পরিকাঠামো সেরকম ছিল না। এতে সমস্যায় পড়তেন মা’রা। এই সমস্যার কথা ভেবে এগিয়ে আসেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়।


গত ৯ সেপ্টেম্বর মাল কলোনির মাঠে দাঁড়িয়ে চা শ্রমিকদের সুবিধার জন্য কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ক্রেজ হাউস নির্মাণ। সেই ঘোষণা পর শ্রম দপ্তরের উদ্যোগে একাধিক চা বাগানে ক্রেজ হাউস নির্মাণ শুরু হয়েছে। প্রায় ৭৩ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ হচ্ছে আধুনিক ক্রেজ হাউস। শুক্রবার সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসেন ঋতব্রত বন্দোপাধ্যায়।

এদিন প্রথমে তিনি আসেন মাল ব্লকের নিদাম চাবাগানে। সেখানে তাকে স্বাগত জানান রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিকবরাইক। উপস্থিত ছিলেন স্থানীয় শ্রমিক নেতা অর্জুন ছেত্রী সহ অন্যান্যরা। এরপর শ্রী বন্দোপাধ্যায় যান মেটেলি ব্লকের কিলকোট চাবাগান। সেখানে উপস্থিত ছিলেন নাগরাকাটা ব্লক তৃনমুল সভাপতি সঞ্জয় কুজুর সহ অন্যান্যরা। কাজ দেখে শ্রী বন্দোপাধ্যায় বলেন, প্রতিশ্রুতি মতো কাজ হচ্ছে। কাজ শেষ হলে মহিলা শ্রমিকদের সুবিধা হবে। শিশুরা পরিচর্চা পাবে।







