



#কল্যান ব্যানার্জী, করনদীঘি: অনলাইন ডিজিটাল কমপিউটার সার্ভিস সেন্টারের মাধ্যমে চলছিল আধার কার্ড তৈরীর কাজ। গোপন সূত্রে সংবাদটি জানতে পেরে অবৈধ আধার কার্ড সেন্টারটি সিল করল প্রশাসন। করনদীঘি ব্লকের ঝাড়বাড়ীতে রমরমিয়ে চলছিল অবৈধ আধার কার্ড তৈরীর কাজ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ লামা ও করনদীঘি সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ তামাংয়ের নেতৃত্বে অভিযান চালানো হয় সেই সেন্টারে। করনদীঘি ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, ঝাড়বাড়ীর বাসিন্দা প্রদীপ পাল ও তার ভাই এবং বিহারের বাসিন্দা দীপক কুমার ফেঁদে বসেছিল আধার কার্ড বানিয়ে দেবার ও সংশোধন করবার অবৈধ কারবার।
গ্রামে গ্রামে দালাল চক্রের মাধ্যমে নতুন আধার কার্ড বানানো হোক বা কোনরকম সংশোধনের প্রয়োজন রয়েছে, এমন মানুষদের অানা হত ঝাড়বাড়ীর অবৈধ আধার সেন্টারে। বিনিময়ে গ্রামগুলোতে ছড়িয়ে থাকা দালালেরা পেত মোটা কমিশন।বিহারের একটি সংস্থার পাসওয়ার্ড ব্যবহার করে চলত এই ব্যবসা। অভিযান চালিয়ে সেন্টারটি সিল করা হয়েছে।
করনদীঘি থানার আইসি পলাশ মহন্ত জানিয়েছেন, অবৈধ আধার কার্ড নির্মানে অভিযুক্ত প্রদীপ পাল, তার ভাই ও দীপক কুমারের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪৬৬, ৪৮৬, ৪৭১, ৪২০, ১২০ বি ধারাতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশী চালানো হচ্ছে।
