





#ইসলামপুর: চোখ শরীরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই চোখকে ভালো রাখতেই হবে। সেই বার্তা সকলের সামনে তুলে ধরতে আজ একটি নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল ইসলামপুর ট্রাফিক গার্ড এবং লায়ন্স ক্লাব অফ নিউ ইসলামপুর নিউ সেঞ্চুরি।


ইসলামপুর বাস টার্মিনাসের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি, সংস্থার সভাপতি সঞ্জয় আগরওয়াল সহ অন্যান্যরা।বিশেষজ্ঞ চিকিৎসকেরা এদিন চক্ষু পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধও প্রদান করেন। এই সামাজিক উদ্যোগে খুশী সকলেই।










