





#ইসলামপুর: জমি মাফিয়া মুক্ত ও আদিবাসীদের অপহরণ, অত্যাচার বন্ধের দাবি সহ ৯ দফা দাবিতে চোপড়া থানা ঘেরাও অভিযান আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে। শনিবার চোপড়ার কালাগছ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি চোপড়ার কালাগছ ৩১ নম্বর জাতীয় সড়ক হয়ে চোপড়ার থানা মাঠ চত্বরে এসে সমাপ্ত করা হয়। আদিবাসী সেঙ্গেল অভিযান চোপড়া ব্লক কমিটির সভাপতি সরকার মুর্মু জানিয়েছেন, আদিবাসীদের উপর অত্যাচার ও আদিবাসীদের জমি দিনের পর দিন জমি মাফিয়ারা দখল করে নিচ্ছে।


এছাড়াও ভূমিহীন আদিবাসীদের জমি মাফিয়ারা উচ্ছেদ করে দিচ্ছে তারেই প্রতিবাদে আজকে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে চোপড়া থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে। এবং আদিবাসীদের উপর অত্যাচারের বিরুদ্ধে আগামী ২২শে মে আবারও বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান বলে জানিয়েছেন, আদিবাসী সেঙ্গেল অভিযান চোপড়া ব্লক কমিটির সভাপতি সরকার মুর্মু।


অন্যদিকে চোপরায় জমি মাফিয়া মুক্ত ও আদিবাসীদের অপহরণ, অত্যাচার বন্ধের দাবি সহ ৯ দফা দাবিতে চোপড়া থানা এদিন যে ঘেরাও অভিযান আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে , সেই অভিযানকে নিজের পকেট গরম করার অভিযান বলে কটাক্ষ করে মালিক পক্ষের ম্যানেজার মহঃ মসিরুদ্দিনের। শনিবার চোপড়ার কালাগছ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি চোপড়ার কালাগছ ৩১ নম্বর জাতীয় সড়ক হয়ে চোপড়ার থানা মাঠ চত্বরে এসে সমাপ্ত করা হয়।

আদিবাসী সেঙ্গেল অভিযান চোপড়া ব্লক কমিটির সভাপতি সরকার মুর্মু জানিয়েছেন, আদিবাসীদের উপর অত্যাচার ও আদিবাসীদের জমি দিনের পর দিন জমি মাফিয়ারা দখল করে নিচ্ছে।। এছাড়াও ভূমিহীন আদিবাসীদের জমি মাফিয়ারা উচ্ছেদ করে দিচ্ছে তারেই প্রতিবাদে আজকে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে চোপড়া থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে। এবং আদিবাসীদের উপর অত্যাচারের বিরুদ্ধে আগামী ২২শে মে আবারও বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান বলে জানিয়েছেন, আদিবাসী সেঙ্গেল অভিযান চোপড়া ব্লক কমিটির সভাপতি সরকার মুর্মু।

তবে এই আন্দোলনকে নিজের পকেট গরম করার আন্দোলন বলেছে মালিক পক্ষের ম্যানেজার মহঃ মসিরুদ্দিন। তিনি বলেন যতো অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন বলে দাবী করেন। এছাড়াও তিনি বলেন আমরা এই আদিবাসী সেঙ্গেল অভিযানের উচ্চ নেতৃত্বের সাথে কথা বলেছি এবং তাদেরকে বলেছি যদি আপনাদের আদিবাসীদের কোন জমি এই প্যারালাল বাগানের মধ্যে থাকে তাহলে তার বৈধ কাগজ এনে দিন আমরা জমি ছেড়ে দিব বিনা শর্তে। আপনাদের অভিযানের নামে এই থানা ঘেরাও আন্দোলন সত্যি আমাদের কাছে একটা দুঃখের ব্যাপার।






