News Britant

চা শ্রমিকদের নিয়ে বৈঠকে আই এন টি টি ইউ সির

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চোপড়া: ফের চা বাগান ঘিরে শঙ্কায় শ্রমিকদের অর্থনৈতিক ভবিষ্যৎ। আতঙ্কের আবহে চোপড়ার ভদ্রকালি চা বাগানের শ্রমিকরা। কিন্তু কেন এই আতঙ্ক? শ্রমিকরা জানান তাদের এই চা বাগান টুকরো টুকরো করে বাইরের কোন ব্যক্তি মালিকানা কিংবা কোম্পানির কাছে বিক্রি করা হচ্ছে। তারা কাজ হারিয়ে ফেলবেন।
দীর্ঘ বছর ধরে এই বাগানের উপরে নির্ভরশীল ১হাজার মানুষের কর্মসংস্থান। যার জেরে আজ বাগানের INTTUC ইউনিটের পক্ষ থেকে চা শ্রমিকের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন- চা বাগান ইউনিটির সভাপতি কোটলু মোহাম্মদ, সহ-সভাপতি হাফিজউদ্দিন, এবং চা বাগান ইউনিটের সদস্য আরশাদ আলম, মুস্তাফা কামাল, রবি হেমরম, ইউসুফ আলী, লোকাল সদস্য শাহজাহান এছাড়া অন্যান্য নেতৃবৃন্দরা।
এদিন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা শামসুদ যুহা জানান কিছু দালাল চা শ্রমিকদের পেটে লাথি মারার জন্য চা বাগান বিক্রি করার পরিকল্পনা করেছে আমরা সেটা হতে দেব না।

Leave a Comment