



#রায়গঞ্জ: নিজের সার্ভিস রাইফেল থেকে গলায় গুলি করে আত্মহত্যার চেষ্টা রায়গঞ্জ থানার এক হোমগার্ডের। ওই হোমগার্ডের নাম তাপী থোকদার বয়স ৩২ বাড়ি ইটাহার থানায়। এদিন সকাল ৬.৩০ নাগাদ রায়গঞ্জ থানা ব্যারাকে নিজেই নিজেকে গুলি করে বলে সূত্রে খবর। এরপর ওই হোমগার্ডকে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসেন পুলিশ কর্মীরা। এই মুহূর্তে ওই হোমগার্ডের অপারেশন চলছে।
