





#ইসলামপুর: নিজের লেখা বই প্রকাশ করে বার্ধক্যে স্বামীর ইচ্ছে পূরণ করলেন স্ত্রী। ইসলামপুরের বিশিষ্ট চিকিৎসক প্রয়াত বিজয় মন্ডলের স্ত্রী জয়ন্তী মন্ডল। তারই লেখা পদ্য ও গদ্য গ্রন্থ বিজয় বাসনা প্রকাশ করলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা অনুষ্ঠানের প্রধান অতিথি কানাইলাল আগারওয়াল, সভামুখ্য নিশিকান্ত সিনহা এবং বিদ্যাচক্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক নীলাঞ্জন ঘোষ।


২১ মে ইসলামপুরের মণ্ডলপাড়ায় অনুষ্ঠিত “আজি এ আনন্দ সন্ধ্যা” -রবিঠাকুরের এই উদ্বোধনী সংগীত দিয়ে শুরু ঘরোয়া সাহিত্য বৈঠকি। প্রাক কথনে বইটির আত্মপ্রকাশ এর বিষয় নিয়ে আলোকপাত করেন আবীরা মন্ডল সেনগুপ্ত। যার বই প্রকাশ তিনি অর্থাৎ জয়ন্তী মন্ডল শোনান বই প্রকাশের আনন্দ অনুভূতি। এদিন জয়ন্তী মন্ডলকে মায়া মঙ্গল স্মৃতি সম্মাননা তুলে দেওয়া হয় অরুনেশ্বর দাসের সৌজন্যে।


এছাড়াও তাকে কালিনী সাহিত্য পত্রিকার পক্ষে নিশিকান্ত সিনহা তুলে দেন সৃজন সম্মান এবং ডঃ বাসুদেব রায় তার পিতা রাধাবল্লভ রায়ের স্মৃতিতে তুলে দেন সম্মাননা। স্বরচিত কবিতা পাঠ করেন জয়ন্তী মন্ডল সহ অন্যান্যরা যথাক্রমে পম্পা দাস, ডঃ বিনয় ভূষণ বেরা, দ্বিজেন পোদ্দার, মৌসুমী নন্দী, প্রসূন শিকদার, নিশিকান্ত সিনহা। হাস্য কৌতুক পরিবেশন করেন ভবেশ দাস।

ছড়া পাঠ করেন সুশান্ত নন্দী। আবৃত্তি পরিবেশন করেন মৃদুলা শিকদার ও সম্পা শেঠ, বাংলা ভাষা বাঁচিয়ে রাখা প্রসঙ্গে আলোকপাত করেন প্রসূন দে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নারায়ণ শংকর দাস, ডঃ বাসুদেব রায়। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন প্রসূন সিকদার।







